ঈশ্বরদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ড্রাইভার নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার অরনকোলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার সবুজ মিয়া (৩৫) পাবনা সদর উপজেলার টেবুনিয়ার বড়মাটিয়া গ্রামের খোকন প্রামাণিকের ছেলে।
এ সময় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত ব্যক্তির মরদেহ বডিব্যাগে করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্টপুর গ্রামের বাবু মিয়া (৩০), একই এলাকার চুকাই গ্রামের মো. শিমুলের ছেলে মো. নাজমুল হক (৩০) এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া গ্রামের ওহেদ মিয়ার ছেলে মো. আশরাফুল (৩৫)।
নিহত ট্রাক ড্রাইভার সবুজের দুই ছেলে এবং এক মেয়ের মধ্যে ছোট ছেলের বয়স মাত্র ৬ মাস।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।
সূত্র: আমার দেশ।