পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিবি স্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলন হয়।
এতে সভাপতি পদে মো. লিয়াকত আলী লিটন ,সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম খান সজীব ও সাংগঠনিক সম্পাদক পদে মো. নান্নু খন্দকার নির্বাচিত হয়েছেন।
এর আগে এদিন দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন সম্মেলনের উদ্বোধন করেন।
পরে বেলা সাড়ে ৩ টা থেকে ৬ টা পর্যন্ত ৯ টি ওয়ার্ডের ৪ শ’৫৯ জন কাউন্সিলার তাদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত করেন। ভোট গননা শেষে উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ভোটের ফলাফলে জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মো. লিয়াকত আলী লিটন (আনারস প্রতীক) ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৮৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম খান সজীব (কলস প্রতীক) ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আরজু খান (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৫৭ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে নান্নু খন্দকার (মই প্রতীক) ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন রিপন (চশমা প্রতীক) পেয়েছেন ১৫৭ ভোট।