পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনের মনোনয়ন প্রত্যাশি জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বিএনপিকে নিয়ে নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এরকম বড় ষড়যন্ত্র আর কখনো হয়নি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, তারেক রহমান দেশে ফিরলে ষড়্যন্ত্রকারীরা পালিয়ে যাবে।
তুহিন জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আজ যারা বড় বড় হুংকার দিচ্ছেন পিআর ছাড়া নির্বাচন হতে দেবেন না, তারা আগে কোথায় ছিলেন? যখন আপনাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল তখন এত হুংকার কোথায় ছিল? তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই ‘
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী লিটন এবং উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ভাঙ্গুড়া পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল হাকিম খান ও ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটন।