জুলাই পুনর্জাগরণ ও তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয় । কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মো. আহসানুল হাবীব এর উদ্বোধন করেন।
এসময় শাখা ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হকসহ কলেজের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান বলেন ,“ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী স্যারের নির্দেশনায় পরিবেশগত ঝুঁকি নিরসনে সারা দেশের ন্যায় এ উপজেলায় ফলদ ,বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।”