পাবনার ভাঙ্গুড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেনের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগে ব্যবসায়ীরা তার বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি তুলেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভাঙ্গুড়া বাজার শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বকুলতলা চত্বরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শত শত ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মী অংশ নেন।
অভিযোগ রয়েছে, গত ৪ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী একেএম হানিফ বাবলুর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন মোতালেব হোসেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবলুকে প্রাণনাশ ও গাড়ি ভাঙচুরের হুমকি দেন তিনি। এ ঘটনায় ব্যবসায়ী থানায় জিডি করেন।
তবে অভিযুক্ত মোতালেব দাবি করেছেন, তিনি চাঁদা চাননি বরং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন।
ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে জানান, এ ধরনের চাঁদাবাজি ব্যবসায়ী সমাজের জন্য হুমকি। তারা অবিলম্বে মোতালেবকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
এসময় ভাঙ্গুড়া বাজার শিল্প ও বণিক সমিতির সহসভাপতি সাইফুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী একেএম হানিফ বাবলু, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি হাফিজ উদ্দিন বাহার, ব্যবসায়ী আশরাফ আলী আব্দুল জলিল, মাসুম হোসেন, মাকসুদা পারভীন মুন,পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান লিটন,উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।