সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আইডিএবি মেম্বার অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন। তিনি দীর্ঘদিন যাবত সাহসিকতা ও সুনামের সঙ্গে মফস্বল সাংবাদিকতার সঙ্গে জড়িত।গত শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের পল্টন টাওয়ারের ই আর এফ হলরুমে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইডিএবি’র) পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ আইডিএবি’র ৯তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষ্যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইডিএবি দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় স্ব-প্রনোদিত হয়ে বিমা কর্মীদের ও বিমা গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে আসছে। পাশাপাশি তারা সমাজের বিভিন্ন পেশায় বিশেষ অবদানের জন্য পুরস্কারের আয়োজন করে থাকে।
জানা গেছে, শেখ সাখাওয়াত হোসেন ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির ক্রীড়া সাংবাদিক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, দৈনিক রুপালি বাংলাদেশ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি এবং ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাষ্টারের ছেলে।
আইডিএবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ ‘ইন্স্যুরেন্স সেলস এন্ড লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালা ও লাইফ মেম্বার অ্যাওয়ার্ড (সংবর্ধনা)’ অনুষ্ঠানে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ আইডিএবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম জি এম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) ও সংস্কৃতি ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুনসহ আমন্ত্রিত অতিথিরা সাংবাদিক শেখ সাখাওয়াত হোসেনের হাতে এ সম্মাননা তুলে দেন।
প্রসঙ্গত, সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগে তিনি কেএসপি সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ লাভ করেন।