পাবনার আটঘরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে খাইরুল ইসলাম বাসিদ (দৈনিক ইত্তেফাক) সভাপতি এবং মোফাজ্জল হোসেন বাবু (দৈনিক আমার দেশ) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে নুরুল ইসলাম খান, যুগ্ন সম্পাদক আনোয়ারুল ইসলাম খান, অর্থ সম্পাদক শফিউল্লাহ শফি, দপ্তর সম্পাদক আফ্রিদী খান মিঠুন, কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো: জিল্লুর রহমান, আক্তারুজ্জামান আক্কাস, মো: শহিদুল ইসলাম, সুলতান মাহমুদ টিপু ও মো: সাইদুর রহমান।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. এবাদত আলী, আব্দুস সাত্তার মিয়া ও এইচকেএম আবুবক্কর সিদ্দিক।
উল্লেখ্য, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, নির্বাচন কমিশন তাদের বিজয়ী ঘোষণা করেন।