পাবনার ঈশ্বরদীতে রান্না করার সময় সাপের কামড়ে স্নিগ্ধা খাতুন (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। এদিন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার প্রতিরাজপুর গ্রামে সাপের কামড়ে এ ঘটনা ঘটে। পরে তাকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে রাত ১০টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত গৃহবধূ স্নিগ্ধা খাতুন উপজেলার প্রতিরাজপুর গ্রামের জুবায়ের হোসেনের স্ত্রী এবং ঈশ্বরদী শহরের পাতিলাখালী এলাকার রেজাউল দেওয়ানের মেয়ে। মাত্র ৫ মাস আগে সিগ্ধার বিয়ে হয়।
জানা গেছে, গৃহবধূ স্নিগ্ধা খাতুন রান্নাঘরে কাজ করছিলেন। এসময় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্বজনরা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
স্নিগ্ধা খাতুনের চাচা হিউম্যান এইড ব্লাড ডোনার সোসাইটির ঈশ্বরদীর সভাপতি আহসান হাবিব জানান, রান্নাঘরে বিষধর সাপ কামড়ায় তাকে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে অ্যান্টিভেনম না দিয়ে রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে রাজশাহী মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা বলেন, প্রাথমিকভাবে বিষধর সাপের ঝুঁকিপূর্ণ কোনো উপসর্গ লক্ষ করা যায়নি। তারা নিজেদের উদ্যোগে রোগীকে রাজশাহী নিয়ে যান। আপনার মাধ্যমে জানতে পারলাম সে মারা গেছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আমাদের হাসপাতালে ২৪ ঘণ্টা অ্যান্টিভেনম রেডি রয়েছে।
সূত্র: আমার দেশ।