পাবনার ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ মিয়া (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাত পৌনে ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি হার্টের অসুখে ভুগছিলেন। বেশ কিছুদিন আগে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারী করা হয় । সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে,১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে তার প্রথম জানাযা ও বাদ যোহর তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
বাদ আছর পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রফেসর আব্দুল লতিফ মিয়ার মৃত্যুতে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।