ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলায় সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উত্তেজনা থামছে না। আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আন্দোলন, ভাঙচুর ও অগ্নিসংযোগে অস্থির হয়ে উঠেছে এলাকা। এর মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ে আবেদন পাঠিয়ে বলেছেন, বিষয়টি পুনর্বিবেচনা না করলে আইনশৃঙ্খলা আরও অবনতির ঝুঁকি রয়েছে।
৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে নতুন সীমানা নির্ধারণের পর থেকেই ভাঙ্গার মানুষ রেল ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে। সর্বশেষ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভাঙ্গা থানা, উপজেলা নির্বাচন অফিস, হাইওয়ে পুলিশের কার্যালয়সহ অন্তত ২০টি সরকারি দপ্তর ও দুটি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।
পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সোমবার রাত ৮টার দিকে ভাঙ্গা পরিদর্শনে গিয়ে বলেন, “যারা ফ্যাসিস্ট, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনব। ইতিমধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।”
ভাঙচুরে ভাঙ্গা হাইওয়ে পুলিশের কার্যক্রম প্রায় স্থবির হয়ে গেছে। থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান মঙ্গলবার সকালে জানান, তাদের একটি অ্যাম্বুলেন্স, তিনটি গাড়ি ও সার্জেন্টদের মোটরসাইকেল ভেঙে দেওয়া হয়েছে। ফলে টহল কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
অন্যদিকে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেসবুকে আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করা, আটক নেতাকর্মীদের মুক্তি, সাধারণ মানুষের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহার, নতুন মামলা না দেওয়া এবং প্রশাসনের রাতের হয়রানি বন্ধ করা।
জেলা প্রশাসক মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙ্গা গোলচত্বরে সংবাদ ব্রিফিংয়ে জানান, “ভাঙ্গার আসনসংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতে ইতিমধ্যে রিট হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য আছে। আমরা আশাবাদী আদালত থেকে ইতিবাচক কিছু আসবে। তবে এ দাবিতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা যাবে না। প্রয়োজনে প্রতিহত করা হবে।”
তিনি আরও জানান, সোমবারের ঘটনাকে প্রশাসন নাশকতা হিসেবে দেখছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। বর্তমানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভাঙ্গায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক দাবি করেন, মঙ্গলবার সকাল থেকে মহাসড়ক স্বাভাবিক রয়েছে, কোথাও অবরোধ নেই।
সূত্র: এফএনএস।