পদ্মা সেতুতে চালু হলো আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে লাইভ পাইলটিং আকারে এই সেবা শুরু হবে। এর ফলে সেতু পার হতে আর কোনো গাড়িকে টোল প্লাজায় থামতে হবে না। নির্ধারিত ইটিসি লেন দিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে গাড়ি দ্রুতগতিতে সেতু পার হতে পারবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইটিসি সেবা ব্যবহার করতে হলে আগে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টেপ অ্যাপ–এ গিয়ে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্দিষ্ট বুথে প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একবার প্রক্রিয়া শেষ হলে ন্যূনতম ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে নির্ধারিত লেন ব্যবহার করে গাড়ি পার হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।
প্রথমে টেপ অ্যাপের মাধ্যমে এ সেবা চালু হলেও ভবিষ্যতে অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই ইতোমধ্যেই এ সংক্রান্ত সমন্বয় কার্যক্রম শুরু করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতুতে ইটিসি সিস্টেম চালু হওয়ায় টোল আদায়ের প্রক্রিয়া হবে আরও দ্রুত ও আধুনিক। এতে যানজট কমবে, সময় বাঁচবে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।
সূত্র: এফএনএস।