জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেকড় পাবনা ফাউন্ডেশন।
তার মৃত্যুতে সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা ও সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান খানসহ সকল সদস্য গভীরভাবে শোকাহত। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
অধ্যাপক জান্নাতুল ফেরদৌস পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমী খন্দকার এবং পাবনা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক লুৎফন্নাহারের মেয়ে।
আজ শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে নির্বাচনে দায়িত্ব পালনের সময় তিনি মৃত্যুবরণ করেন।