রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই অভিযান চালানো হয়। এ সময় সাবেক সচিব শহীদ খানসহ আরও পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কখন এবং কোন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ডিবি সূত্র জানায়, রোববার রাতে শহীদ খানকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তবে শাহবাগ থানার মামলায় তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ কী, তা স্পষ্টভাবে জানানো হয়নি।
আবু আলম শহীদ খান ১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকারের পতনের সময় সচিবালয়ে প্রতিষ্ঠিত ‘জনতার মঞ্চ’-এর অন্যতম সংগঠক ছিলেন। পরে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরে এলে তাঁকে ওএসডি করা হয়।
২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাঁকে মাত্র তিন মাসের মধ্যে চার দফা পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করা হয়। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে ২০১৫ সালে অবসরে যান তিনি। সরকারি চাকরি ছাড়ার পর কিছুদিন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শহীদ খান রাজনীতির প্রতিও আগ্রহী ছিলেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে প্রায়ই টেলিভিশন টকশোতে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা করতে দেখা গেছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এফএনএস।