জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা-৩ আসনের (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেছেন, সঠিক নেতা নির্বাচিত করুন তাহলে দুর্দিনে পালাবে না। এমন নেতা নির্বাচন করবেন না যারা আপনাদের পাশে থাকবে না।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন নেতা হতে হলে পরিশ্রম করে নেতা হতে হবে। কর্মীদের দোড়গোড়ায় গিয়ে নেতা হতে হবে। তাদের প্রতিটা সমস্যা সমাধান করে নেতা হতে হবে। দুদিনের কোনো সম্পর্কের কারণে বা কোনো উপঢৌকনের দ্বারা প্রভাবিত হয়ে নেতা নির্বাচন করবেন না। বিগত ১৫ বছরে কে আপনাদের পাশে ছিলেন,কার বিরুদ্ধে কতটা মামলা রয়েছে তা ভেবে দেখতে হবে। আর তা না হলে দুঃখ পোহাতে হবে আপনাদেরই।
এড. মাসুদ খন্দকার বলেন, দেশ নায়ক তারেক রহমান শুধু দলের নেতাই নন। তিনি একজন ন্যায় বিচারক। তিনি যেমন দেশের সাধারণ জনগণের প্রতি ন্যায় বিচার করেন, তেমনি দলের প্রতিটা কর্মীর প্রতিও ন্যায় বিচার করেন।
ওই বিএনপি নেতা বলেন, যদি আমরা নেতা নির্বাচনে ভুল করি তাহলে আগামীতে বিপদের সম্মুখীন হতে হবে। কারণ আমরা যারা দল করি আমাদের সামনে যেমন থাকে ফুলের মালা,তেমনি থাকে পুলিশের হ্যান্ডকাপও। তাই যে নেতা কর্মী বান্ধব,সুখে-দুঃখ পাশে থাকেন। বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা কর্মীদের সাথে নিয়ে মাঠে ছিলেন। তাকেই নেতা বানাতে হবে। এটা আমার-আপনার কথা না এটা দেশ নায়ক তারেক রহমানের কথা।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর দেশ নায়ক তারেক রহমান দেশের বাইরে রয়েছেন। তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তার হাড় ভেঙে দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে রাখা হয়েছিল। তাই পুলিশ ও আওয়ামী লীগের সেই ভয়াবহ নির্যাতনের কথা চিন্তা করে নেতা নির্বাচন করবেন।
ইউনিয়ন বিএনপির আয়োজনে ভেড়ামারা উদয়ন একাডেমি মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল হোসনে সরকার। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান লিটন,উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম।
এসময় পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আলতাব হোসেন খান, যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা,উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির মুন,সদস্য সচিব লিখন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম হুমায়ুন কবির,উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখউপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহীদ আলী।