পাবনার ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর এবং দলের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে পৌরসভার শরৎনগর বাজার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল।
এসময় উপজেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিক,উপজেলা যুব অধিকার পরিষদের নেতা নাজিম উদ্দীন, ছাত্র অধিকার পরিষদের নেতা আতাউর রহমান, নাইমুল ইসলাম,দিলপাশার ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহবায়ক আরজু আলী, সদস্য সচিব হুমায়ুন কবির প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের শরৎ নগর বাজার এলাকা প্রদক্ষিণ করে।
মানববন্ধন থেকে ভিপি নুরের ওপর সেনা ও পুলিশ সদস্যদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।