ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার মু. বোরহান উদ্দিনের সঞ্চালনায় এবং লোকমান হোসাইন তালুকদারের সভাপতিত্বে প্রোগ্রামে দুর্যোগ এবং জলবায়ু বিশেষজ্ঞ বিভিন্ন এক্সপার্টগণ বক্তব্য রাখেন এবং কারিগরি সেশন পরিচালনা করেন।
ওয়ার্কশপ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছওয়াবের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম রাশেদুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, জলবায়ুর ক্ষতি বিবেচনায় বাংলাদেশ একটি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের তেমন ভুমিকা না থাকলেও, এর ক্ষতি থেকে বাংলাদেশ এড়াতে পারবে না। তাই, সরকারি এবং বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে জলবায়ুর ক্ষতি মোকাবেলায় নিজেদের অংশগ্রহণ করতে হবে। উপকূলীয় অঞ্চলের মানুষের বিপজ্জনক মুহুর্তে সবার আগে হাজির হতে হবে।
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রোগ্রামের ম্যানেজার এ এম নাসির উদ্দিন। তিনি তার আলোচনায় বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার ইতিহাস, সরকারি এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগ তুলে ধরে কমিউনিটি লেবেলে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের করণীয় বিষয়ে বিস্তর আলোচনা রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর অতিরিক্ত মহাপরিচালক জনাব আশরাফ হোসেন। তিনি, উপকূলীয় অঞ্চলে মানুষের করুণ জীবনদশার বিষয়ে তুলে ধরে স্বেচ্ছাসেবকদের নিজ উদ্যোগে জলবায়ু ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন।
বিশেষ সেশন পরিচালনা করেন ছওয়াবের ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামান এবং চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরি।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় অর্ধশতাধিক ভলান্টিয়ারকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়।