চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর চড়ক বাড়ি এলাকার বিশিষ্ট ঢাক বাদক ও বোঁথর মহাদেব মন্দিরের তেরো বৃত্তের ঢাকের সন্যাসী অমল চন্দ্র শীল (৮১) রবিবার (১১ অক্টোবর) বিকালে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে পরলোকগমণ করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স-গচ্ছতু)।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র এক কণ্যা (কণিকা,সুজিত মনা,মিলন), আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন রাতে চাটমোহর মহাশ্মশানে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ঢাক বাদক সন্যাসী অমল চন্দ্র শীলের মৃত্যুতে শোক জানিয়েছেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক। তারা অমল শীলের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।