পাবনার ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (৩০ আগস্ট) ভোর রাতে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের চকমইষাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।
জানা গেছে, ভোর সাড়ে ৪ টার দিকে ওই বাজারের ব্যবসায়ী মামুন হোসেনের মুদি দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই সে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে থাকে । এসময় স্থানীয় এক ব্যক্তি টের পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে লোক জড়ে করে আগুন নেভাতে শুরু করে। পরে খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পাশের ফার্মেসি, মুদি দোকান,ওয়ার্কশপসহ ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোলাম রাব্বী জানান, ওই মার্কেটে আমার অটো পার্টসের দোকান । দোকানের ভেতরে একটি নতুন অটোভ্যান গাড়িও রাখা ছিল। অগ্নিকাণ্ডে গাড়িটিসহ আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।”
ব্যবসায়ী সাগর হোসেন জানান, “আগুনে আমার ট্রলি গাড়ির পার্টসের দোকানের প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।”
এ বিষয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আমাদের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা নিরুপণ করা হয়েছে। তবে ওই মার্কেটে ডিজেল- পেট্রোলের দোকান থাকায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।”