বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “যথাসময়ে নির্বাচন না হলে এই জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের মানুষের আশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন খুব দ্রুত দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতন্ত্র উত্তলনের জন্য আমরা ১৫ বছর লড়াই করেছি। আমাদের অসংখ্য নেতা গুম হয়েছেন। তারপরও আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”
‘আজকে একটা পরবর্তন চায় মানুষ। আমরা সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে চাই’-উল্লেখ করেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, “কতগুলো রাজনৈতিক দল ভুল ও মিথ্যা প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। এ বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। ”
‘মহান মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে আসে। দেশ স্বাধীনের পরে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান কিন্তু একদলীয় শাসন থেকে তিনি বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে আসেন’-যোগ করেন মির্জা ফখরুল।
সূত্র: এফএনএস।