1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

চাটমোহরে ভোক্তা অধিকারের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮ সময় দর্শন

পাবনার চাটমোহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, সিগারেট ও সয়াবিন তেলের ভাউচার ছাড়া বিক্রি এবং প্রতারণামূলক চিকিৎসা সেবার দায়ে একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার হান্ডিয়াল বাজারে পরিচালিত অভিযানে সিদ্ধিশ্বরী ভান্ডারের মালিক সুব্রত স্টোরকে সিগারেট ও সয়াবিন তেল ভাউচার ছাড়া অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

রিন্টু স্টোরকে প্রাণের নকল রোবো ও জুস বিক্রির অপরাধে ৪০ হাজার টাকা এবং খন্দকার সন্সকে নকল খাদ্যপণ্য, পচা খেজুর ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান থেকে তিন প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি সত্ত্বেও মূল্য তালিকা ও ভাউচার প্রদর্শন না করায় আরও দুই দোকানিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ডাক্তার না হয়েও প্রতারণামূলকভাবে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে মো. আনিছুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host