নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদী উপজেলা সাধারণ সম্পাদক খোন্দকার মোহাম্মদ আরমান উদ্দিনকে (২৮) দুই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আরমান উদ্দিন পৌরসভার পূর্ব টেংরি এলাকার বাসিন্দা মৃত জামাল উদ্দিনের ছেলে।
শনিবার (২৩ আগস্ট) সকালে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলার তদন্তে আরমানকে আসামি হিসেবে চিহ্নিত করা হয়। ঈশ্বরদী থানায় দায়ের হওয়া মামলায় (নং–১০ এবং নং–১২) তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে আরমান দীর্ঘদিন চাঁদপুর জেলায় আত্মগোপনে ছিলেন। সেখানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করার পর বুধবার (২০ আগস্ট) ঈশ্বরদী থানা পুলিশ চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে।
পরে তাকে ঈশ্বরদীতে এনে থানায় রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আ স ম আব্দুন নুর বলেন, ‘গ্রেপ্তারকৃত আরমান ঈশ্বরদীতে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’
উল্লেখ্য, ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার আরমানের বিরুদ্ধে সরকারি কলেজের অধ্যক্ষকে মারধর, বিভিন্ন স্থানে লুটপাট, মারপিটের একাধিক অভিযোগ রয়েছে।