রাজধানীর নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় আবারও মুখোমুখি হয়েছেন ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কারও নাম-পরিচয় জানা না গেলেও তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, সংঘর্ষের সূত্রপাত হয় সকালে এক শিক্ষার্থীর জামা ছিঁড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। পুরনো সেই ঘটনার জেরেই এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রথমে কথাকাটাকাটি হলেও কিছুক্ষণের মধ্যেই ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয় পরিস্থিতি।
সিটি কলেজের শিক্ষার্থীরা দাবি করেছে, তাদের দুইজন সহপাঠী আহত হয়েছেন এবং হামলার সূত্রপাত করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে পুলিশ বলছে, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, যাতে ঢাকা কলেজের দুইজন ও সিটি কলেজের তিনজন আহত হয়েছেন।
সংঘর্ষের কারণে নিউমার্কেট, সায়েন্সল্যাব, ধানমন্ডি ও মিরপুর রোড এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। সিটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়। বিকল্প সড়ক ব্যবহার করেও ভোগান্তি এড়াতে পারেননি যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট ও ধানমন্ডি থানা থেকে বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষ ও অবরোধের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা হাতে ইটপাটকেল নিয়ে সড়কে অবস্থান করছে, পুলিশ টহল দিচ্ছে এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।
সূত্র: এফএনএস।