পাবনা জেলার আতাইকুলা থানাধীন লক্ষ্মীপুর ইউনিয়নের চতরা বিলের গভীরে গোপন আস্তানায় ময়েজ বাহিনীর অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকার ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ সোমবার রাতে সেখানে বিশেষ অভিযান চালায়। এসময় বিলের মধ্যে লুকানো আস্তানায় অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গান পাউডারের মতো উপকরণসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম এবং একটি ওয়ান সুটার গান, একটি রিভলবার ও তিন রউন্ড তাজা গুলি পাওয়া গেছে। আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল্লাহ জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে আস্তানা হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। এর পেছনে আর কেউ জড়িত কিনা না, তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।
পুলিশ জানিয়েছে, অভিযান এখনও চলছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে। পুরো চতরা বিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম