‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-এই শ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও মোছা.নাজমুন নাহার। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এর আয়োজন করে।
পরে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ইউএনও মোছা.নাজমুন নাহার, উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শামিম হাসান, সফল মৎস্য চাষী বিএনপি নেতা শাহিনুর রহমান শাহীন প্রমুখ।
এসময় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েক মো.আবু সায়েম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্ট প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলার দুই জন শ্রেষ্ঠ মৎস্য চাষী ও খামারীকে সম্মাননা প্রদান করা হয়।