ভ্রাম্যমান প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া চকপাড়া মহল্লায় সরু একটি সড়কে দুধের লরির চাপায় পড়ে দু’জন নারী নিহত হয়েছে। ঘটনাটি সোমবার (১৮ আগস্ট) ভোরে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া চকপাড়া মহল্লায় সংঘটিত হয়। নিহত দু’জনই নারী তবে ছিন্নমুল ।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তারা উভয়েই ভিক্ষুক ছিলেন। তাদের একজনের আনুমানিক বয়স ৬৫ বছর,তার পরনে ছিল কাঠালি রংয়ের শাড়ি কাপড়,অপরজনের বয়স ৫০বছর,তার পরনে ছিল মেক্সি। তাতে অনেকগুলো পকেট ছিল। উভয়ের কাপড় ছিল পুরাতন। নিহতদের জামাকাপড় থেকে এক-দেড় হাজার খুচরা টাকা,কিছু চাল ও আনুসঙ্গিক ব্যবহার্য্য জিনিসপত্র পাওয়া গেছে। অনুজ নারীর ম্যাক্সির পকেট থেকে অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকায় পুলিশের ধারণা মহিলাটি প্রতিবন্ধী ছিলেন।
সোমবার সকাল দশটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় মেলেনি। লাশদুটো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং সনাক্তকরণে পিবিআই এর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত বড়ালব্রিজ-নওগাঁ সড়কের কলেজপাড়া ফুটব্রিজ হতে মাষ্টারপাড়া বাংলা সারের মোড় পর্যন্ত রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। ফলে হালকা যানবাহনের পাশাপশি ভারি যানবাহন বিকল্প রাস্তা হিসাবে পৌরসভার চকপাড়া মহল্লার এই সরু রাস্তা দিয়ে সম্প্রতি ট্রাক-লরি চলাচল করছে। সাধারণত প্রাণের একটি ভারী দুধের লরি ভোরে এই পথে যাতায়াত করে বলে স্থানীয়রা জানান। পুলিশসহ অনেকেরই ধারণা দুধের লরির চাপায় পড়েই এই দুর্ঘটনা ঘটেছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি ভোরেই ঘটেছে এবং সম্ভবত প্রাণের দুধের লরির চাপায় পড়ে অজ্ঞাত পরিচয়ের ঐ ছিন্নমুল দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়। লরির চাকার আঘাতে নিহতদের দু‘জনেরই মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। নিহত নারীরা ভোরে ঐ পথে কেন গিয়েছিল কিংবা সেখানে বসে বা শুয়েছিল কিনা- এসব প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ পিবিআই এর সহযোগিত চেয়েছে।
**এই হত্যার দায় কার ? দায় কার ?
এই ছিন্নমুল দুই নারীর হত্যার দায় কার ? এই প্রশ্নের উত্তরের অনুসন্ধ্যানে জানাগেছে, কলেজপাড়া ফুটব্রিজ থেকে মাষ্টারপাড়া মহল্লায় বাংলা সারের বাড়ি পর্যন্ত প্রশস্ত সড়কের ভাঙ্গা অংশ মেরামতের জন্য পৌরসভা ওয়ার্ক অর্ডার দেওয়ার পরও ঠিকাদাররা কাজ করেনি। ফলে কিছু যানবাহন মেন্দা মহল্লা দিয়ে মাষ্টারপাড়া বাংলা সারের মোড়ে হয়ে বড় রাস্তায় উঠছে। আবার কিছু যানবাহন চকপাড়া মহল্লা দিয়ে সাহেবপাড়া থেকে উপজেলা সড়কে উঠছে। বড়ালব্রিজ-নওগাঁ সড়কের দূরাবস্থা ও সংস্কারের অভাবে ভারী যানবাহন ঐসব সরু রাস্তা দিয়ে চলাচলের কারণেই দুর্ঘটনাটি ঘটে। এখন সাধারণ মানুষের প্রশ্ন, এই হত্যার দায় কার ?
এদিকে পৌরসভার নির্বাহী প্রকৗশলী আমিনুল ইসলাম জানান, বৃষ্টির কারণে পানি জমে থাকায় রাস্তা পরিস্কার করতে না পারায় কাজ শুরু করতে বিলম্ব হয়। তবে আজ সোমবার থেকে পরিস্কার কাজ শুরু করা হয়েছে।