পাবনার সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান খানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৭জন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার প্রধান সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ওই মানববন্ধনে পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নারী-পুরুষ নেতা-কর্মী অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল মান্নান খান, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আব্দুল বাতেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বাবু মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম।
বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নীতি নির্ধারকদের কাছে দলীয় স্বার্থে ত্যাগী তথা পরীক্ষিত ওই ৭জন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য যে, সম্প্রতি সুজানগর পৌরসভার নন্দিতা সিনেমা হল রোডে স্থানীয় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হলে উক্ত মজিবর রহমান খানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৭জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।
সূত্র: এফএনএস।