পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে ।‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’- এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে সোমবার (১২ আগস্ট) আলোচনাসভা,শোভাযাত্রা ও ঋণের চেক বিতরণ করা হয়।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) মোছা.নাজমুন নাহার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শামীম হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরকার হুমায়ূন আহমেদ মুন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব ডাবলু সরকার,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সামিউল ইসলাম তাজ প্রমুখ।
পরে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে উপজেলার ১১ জন যুবকের হাতে ১৪ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।