পাবনার সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান খানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৭জন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উক্ত মজিবর রহমান খান। বক্তব্যে তিনি বলেন একটি মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সুজানগর পৌরসভার নন্দিতা সিনেমা হল রোডে স্থানীয় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই। অথচ একটি গোষ্ঠী আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি নষ্ট তথা রাজনৈতিকভাবে ঘায়েল করার হীন উদ্দেশ্যে ওই ঘটনার সাথে আমাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালায়। সেই সংঙ্গে আমিসহ ওই সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে সুজানগর থানায় একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়।
আর সেকারণে গত ১০জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আমিসহ আমার ঘরোনার ওই ৭জন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি সবিনয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নীতি নির্ধারকদের কাছে ওই ৭জন নেতা-কর্মীসহ তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করার সুযোগ কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা মোঃ মানিক খান, মোঃ আব্দুল হালিম শেখ ও সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল খান।
সূত্র: এফএনএস।