গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
গাজীপুর সদর উপজেলার বাসন থানায় নিহতের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অন্য এক যুবককে মারধরের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি একটি চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
নিহত আসাদুজ্জামান তুহিন (৩২) ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। দোষীরা আটক হলে হত্যাকাণ্ডের আসল কারণ জানা যাবে।
সূত্র: আমার দেশ।