পাবনার সুজানগর পৌরসভা তৃতীয় শ্রেণি হতে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। অথচ রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট এবং পানি নিষ্কাশন ড্রেনের অভাবে পৌরবাসীর দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে পৌরসভার ২নং ওয়ার্ডের হালদারপাড়া মহল্লায় কোন রাস্তা না থাকায় প্রায় দেড়‘শ পরিবার সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
পৌরসভার ২নং ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দা বাসুদেব হালদার জানান, তাদের মহল্লায় প্রায় দেড়‘শ পরিবার বসবাস করেন। কিন্তু ওই দেড়‘শ পরিবারের বাড়ি থেকে বের হওয়ার কোন রাস্তা নেই। প্রায় একযুগ আগে ওই মহল্লায় পানি নিষ্কাশন ড্রেন নির্মাণ করা হয়েছিল। এলাকাবাসী এতোদিন ওই ড্রেনের উপর দিয়েই পৌর বাজারসহ প্রয়োজনীয় এলাকায় যাতায়াত করতেন। কিন্তু চলতি বৃষ্টির মৌসুমে ওই ড্রেনও তলিয়ে গেছে। তাছাড়া ওই ড্রেনও পরিষ্কারের অভাবে অচল প্রায়।
একই মহল্লার বাসিন্দা মোঃ শাহীনুর রহমান বলেন বর্তমানে আমরা ব্যক্তিগত উদ্যোগে ওই ড্রেনের উপর দিয়ে বালু ভর্তি বস্তা ফেলে অনেক কষ্টে যাতায়াত করছি। বিশেষ করে এমতাবস্থায় এলাকার শিশু-কিশোরদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উক্ত মহল্লার শুকুমার হালদার বলেন আমাদের মহল্লায় একটি রাস্তা নির্মাণের জন্য আমরা ভুক্তভোগী পরিবার অনেকবার পৌরসভায় আবেদন করেছি। তাছাড়া পৌর কর্তৃপক্ষ আমাদের দুর্ভোগের কথা জানেন। কিন্তু কর্তৃপক্ষ রাস্তা নির্মাণের কোন উদ্যোগ নিচ্ছেন না। ফলে আমরা দিনের পরদিন সীমাহীন দর্ভোগ মাথায় করেই চলছি।
এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান বলেন খোঁজ-খবর নিয়ে রাস্তা নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সূত্র: এফএনএস।