আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভাঙ্গুড়া উপজেলা,পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা হয়।
সভা শেষে শত শত নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিশাল আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা -৩ আসনের (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন,সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ,যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আলতাব হোসেন খান,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হুমায়ূন কবির,ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার,কৃষক দলের সভাপতি আমিরুজ্জামান মাসুম প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা।