জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চলা জাতীয় সেমিনারে যোগ দিয়ে বললেন, “প্রতিবেশী ভারতের সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি হতে হবে। কোনো অন্যায্য হস্তক্ষেপ মানা হবে না। নতজানু পররাষ্ট্র নীতি চলবে না। সীমান্ত হত্যা, বৈষম্যপূর্ণ পানিবণ্টন নীতি এবং দেশের স্বার্থের জন্য ক্ষতিকর ট্রানজিট, করিডোর সুবিধা প্রদান করা হবে না।”
মিয়া গোলাম পরওয়ার আরও যোগ করে বলেন, “জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনো গ্রেপ্তার হয়নি। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাঁপটি মেরে আছে; যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে।”
জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না।
জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে-উল্লেখ করেন জামায়াতের এ নেতা।
উল্লেখ্য, ‘জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে জামায়াত এই সেমিনারের আয়োজন করে।
সূত্র: এফএনএস।