ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নারী শিক্ষার্থীদের জন্য ২১টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসায় খোলা হলো হাইজেনিক কর্নার। পুর্বে এসব শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় পিরিয়ডের সময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হতো। তখন না পাওয়া যেত ওষুধ বা প্রয়োজনীয় উপকরণ। তাই প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা নির্বাহী অফিসার এই হাইজেনিক কর্নারের ব্যবস্থা করেছেন। এছাড়া এবছর এসএসসি/সমমানের পরীক্ষায় নিম্নমানের স্কুলের ফলাফল উত্তোরণে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী জানান,এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বুধবার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। সেইসঙ্গে তিনি ছাত্রীদের জন্য একটি হাইজেনিক কর্নার উদ্বোধন করেছেন। এদিন তিনি হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদ্রাসায় শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন ও হাইজেনিক কর্নার চালু করেন।
উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন একজন নারী শিক্ষকের তত্তাবধানে হাইজেনিক কর্নারে একটি সেলফ,সেখানে প্রয়োজনীয় ওষুধ ও উপকরণাদি রাখা হয়েছে। যাতে মেয়েরা এখান থেকে দ্রুত সেবা নিতে পারে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আতিকুজ্জামান বলেন ভালো লেখাপড়ার পাশাপাশি নারী শিক্ষার্থীদের পিরিয়ড চলাকালিন সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত। এছাড়াও পর্যাপ্ত বিশ্রাম ও আরাম করা প্রয়োজন। এজন্য ইউএনও নাজমুন নাহার এর উদ্যোগে ২১টি মাধ্যমিক বিদ্যালয়ে হাইজেনিক কর্নার চালু করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন,মেয়েদের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সময় বিদ্যালয়ে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয়। অনেক মেয়ে বিষয়টি চেপে রেখে কষ্ট পায় এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। এজন্য দুই/তিন দিন পর্যন্ত কেউ কেউ বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। এতে পড়ালেখা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ অবস্থা কাটিয়ে উঠতে চালু করা হয়েছে হাইজেনিক কর্নার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কর্নারে প্রয়োজনীয় আসবাবপত্র,ওষুধ ও স্যানিটারি সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
ইউএনও আরো জানান,এবার এসএসসি/সমমানের পরীক্ষায় অনেক বিদ্যালয়/মাদ্রাসা খারাপ ফলাফল করেছে। এটা মেনে নেওয়া যায়না,তাই ফলাফল উত্তোরণে মতবিনিময়সহ বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।।