পাবনার ভাঙ্গুড়ায় জুয়া খেলার অপরাধে ৩ যুবককে এক মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ১শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌর শহরের ভদ্রপাড়া মহল্লার আনসার আলী,চৌবাড়ীয়া বিশ্বাসপাড়ার স্বপন আলী ও সাঁথিয়া উপজেলার সেলন্দহ গ্রামের মো. বাবু।
শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে পৌরশহরের গরুর হাট সংলগ্ন এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনার পর এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ ২ হাজার ৯০ টাকা জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে পৌরশহরের শরৎনগর বাজার গরুর হাট সংলগ্ন এলাকায় জুয়ার আসর চলছে- এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই আল মামুন-এর নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে জুয়া খেলা অবস্থায় ওই তিন যুবককে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ২ হাজার ৯০ টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এক মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ১ শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,“বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন,১৮৬৭ এর ৪ ধারা অনুযায়ী ৩ যুবককে এক মাসের কারাদণ্ড ও ১ শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।”
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন,“দণ্ডপ্রাপ্ত ওই তিন জুয়ারুকে আজ শুক্রবার সকালে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।”