জুলাইযোদ্ধাদের মধ্যে ঐক্যে ফাটল ধরার কারণে ফ্যাসিবাদ আবার মাথা উঁচু করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বাড্ডার সাতারকুলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে “জুলাই স্মৃতিচারণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রতিবাদ, প্রত্যয় ও পুনর্জাগরণের গল্প শুনি একসাথে’ এই স্লোগানে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল প্রতিবাদী সংগীত, আলোচনাসভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনা।
মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে হাসিনার ফ্যাসিজম ভারত দ্বারা নিয়ন্ত্রিত ও ভারত সমর্থিত ছিল। তারা আবার এদেশে আরেকটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট নিয়ে আসার চেষ্টা করবে। যে গভর্নমেন্ট ইন্ডিয়ার পারপাস সার্ভ করবে। এদের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। জুলাই বিপ্লবীদের মধ্যে অনৈক্য সৃষ্টি হলে এটা করতে পারবে।
তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে না দেয়া এবং দেশের স্বাধীনতাকে দিল্লির কাছে বিসর্জন না দেয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো যদি একমত থাকে, তাহলে বাংলাদেশে আর কোনদিন ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হবে না।
সম্পাদক মাহমুদুর রহমান বলেন, যাদের কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, তাদের অন্যতম হলেন-সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপকর্মের ইতিহাস বলতে গেলে ঘণ্টাখানেক লাগবে। তবে একে একে নিশ্চয় সব অপকর্মের তথ্য বেরিয়ে আসবে। আমার দেশে আগেও আমরা লিখেছি তার অপকর্ম সম্পর্কে। আগামীকাল থেকে আরও নানা রকম খবর দেখতে পাবেন। দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ড. ফয়জুল হক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রফেসর ড.গোলাম রব্বানি, ফেউ দ্যা পিপলের সম্পাদক সাইফুল সাগর, এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ প্রমুখ।
সুত্রঃ আমার দেশ
(এনএইচ)