বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ নারীসহ ৬ জন নিহত হয়েছেন। আজ সকাল ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুরে আইড়মারি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৩-৯৭৯২) ঢাকার দিকে যাচ্ছিলো। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-৪৮৬৪) বনপাড়ার দিকে আসছিল। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার আইড়মারি ব্রিজ এলাকায় পৌঁছালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারি পরিচালক আখতার হোসেন বাসসকে বলেন, ‘দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা চার নারীসহ পাঁচ জন ঘটনাস্থলেই নিহত হন। এক নারীসহ গুরুতর আহত দুইজনকে বড়াইগ্রাম উপজেলা হেলথ কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত আহত-নিহতদের পরিচয় জানা যায় নি।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ যৌথভাবে এ উদ্ধার কাজ পরিচালনা করে।
সূত্র: বাসস