পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে চার জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ভাঙ্গুড়া পৌর সদরের মেন্দা দক্ষিণ পাড়া মহল্লার মো: ফুলচাঁদ, মোনাপ আলী, মসজিদ পাড়া মহল্লার মো: শামীম ও মো: হেলাল উদ্দিন।
পুলিশ জানায়, গতকাল সোমবার গোপন তথ্যের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশ পৌর সদরের কালীবাড়ি স্বর্ণকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করে। এ সময় সেখান থেকে সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়। অভিযানকালে ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।