রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনার প্রেক্ষিতে শেকড় পাবনা ফাউন্ডেশনের পূর্ব নির্ধারিত গণস্বাক্ষর কর্মসূচি ১৫ দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত নির্ধারিত গণস্বাক্ষর কর্মসূচি আগামী ১০ থেকে ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ জুলাই) ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা–পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালুসহ চার দফা দাবিতে কর্মসূচি পুনঃনির্ধারণের বিষয়টি সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।
সভায়,বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ২৭ জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শেকড় পাবনা ফাউন্ডেশন গভীর শোক প্রকাশ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হৃদয়বিদারক এই ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে ফাউন্ডেশন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে সংগঠনটি।
শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা এবং সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান খান এক যৌথ বিবৃতিতে বলেন,”উত্তরার এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের এই মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন শোকসন্তপ্ত পরিবারগুলো এই বেদনাবিধুর ক্ষতি সহ্য করার শক্তি পান।”