পাবনার ভাঙ্গুড়ায় রাতের বেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব ওই গ্রামের নান্নু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী হেলেঞ্চা গ্রামের মৎস্যচাষী হাফিজুর তার পুকুরে মাছ ধরার জন্য এলাকার কয়েকজন শ্রমিক ঠিক করেন। সোমবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে কিশোর হাবিব সহ কয়েকজন শ্রমিক জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় পুকুরে জ্বালিয়ে রাখা বৈদ্যুতিক লাইট ভেজা শরীরে সরিয়ে দিতে যায় হাবিব। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনা সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।