আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় পাবনা-৩ আসনের ( ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর ) দলের প্রাথমিক মনোনীত প্রার্থী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে ভাঙ্গুড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। শত শত নেতাকর্মীর অংশ গ্রহণে প্রচার মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংবলিত প্রচারপত্র বিলি করা হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলেরআহবায়ক এসএম হুমায়ুন আহমেদ,কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, ভেদাভেদ ভুলে দলীয় নির্দেশনা মেনে কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে কাজ করতে সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।