ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : আসন্ন ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ বেলাল হোসেন খানকে জয়ী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ।
তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে তার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন,নেতাকর্মীদের মধ্যে যারাই নৌকার বিপক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সেক্টর কমান্ডারস ফোরামের পাবনা জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আ স ম আঃ রহিম পাকন,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন,সহ-সভাপতি গোলাম রসুল পান্ডু, যুগ্ন সাধারণ সম্পাদক রমজান আলী ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।