পাবনার চাটমোহরে সড়কে অটোভ্যান উল্টে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার মৃত আঃ আজিজের ছেলে হোসেন আলী কালু (১৬)। রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের নতুন বাজার জারদিস মোড় এলাকার ব্রিজের পাশে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,নিহত হোসেন আলী কালুসহ ৩ জন একটি অটোভ্যান নিয়ে ব্রিজ পার হচ্ছিল। হঠাৎ ব্রিজের ঢালে এসে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় অটোভ্যানের ব্রেকলিবার হোসেন মাথার পাশে বিঁধে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) দূর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: এফএনএস