দেশব্যাপি নারীর ওপর সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বায়েজীদ বোস্তামী,সদস্য সচিব ডাবলু সরকার, কলেজ ছাত্রদল নেতা রাতুল সরকার, সজল খান, জসীম খান, কাওসার আহমেদ রুপম প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশে কয়েকদিন ধরে দেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় দিন দিন এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
নেতৃবৃন্দ -অতি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের নিকট আহবান জানান।