ভাঙ্গুড়া সংবাদদাতা ঃ
পাবনার ভাঙ্গুড়ায় তিন ইটভাটার মালিককে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার(৫ ফেব্রæয়ারি) পৃথক অভিযানে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা এলাকায় রয়েল ইন্টার প্রাইজ,অষ্টমনিষা ইউনিয়নে ঝবঝবিয়া এলাকায় বি.ই.এল ও শাহনুর এলাকার একতা ব্রিকস ফিল্ড নামের এই সব ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ভাটাগুলোর মালিক পক্ষ বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জরিমানা করেন।
জানা গেছে,দীর্ঘদিন বৈধ কাগজ পত্র ছাড়াই মাটি সংগ্রহ ও ভাটা চালাছিলেন তারা। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার এবং সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রয়েল ইন্টার প্রাইজ ও একতা ব্রিকস ফিল্ড লিমিটেডকে এক লক্ষ টাকা করে জমিমানা করা হয়। সেইসঙ্গে পরিবেশ সনদ ও লাইসেন্স সংগ্রহ না করা পর্যন্ত এই দুই ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয় । অপর দিকে বি.ই.এল লিমিটেডকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর পাবনার পরিদর্শক আব্দুল মোমিন, ভাঙ্গুড়া থানা পুলিশে এসআই আলামিন ও যৌথ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন, অবৈধভাবে মাটি সংগ্রহ ও লাইসেন্স বিহীন ৩টি ভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ সংশোধিত ২০১৯/ ৫ এর ৪ ধারা লংঘনের অভিযোগে ১৪ ধারা মোতাবেক মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাসহ ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।।