পাবনার ভাঙ্গুড়ায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে আজ রোববার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দিবসটির এবারের স্লোগান ছিল-“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে”।
উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।
এতে সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম,উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান,ওসি (তদন্ত) আব্দুল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী,মৎস্য সম্প্রসারণ অফিসার আলী আজম,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ হাসান,জেলা জামায়াতে ইসলামীর তরবিয়াত সেক্রেটারি মাওলানা আলী আজগর,প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহারুজ্জামান।