ফেনীতে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ইউনিয়নের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম জানাতে পারেননি তিনি।
জেলার বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, হতাহতদের অনেকেই নির্মাণ শ্রমিক।আশপাশের কোথাও বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ শেষে পিকআপ যোগে গন্তব্যের ফিরছিলেন তাঁরা।
সূত্র : আমার দেশ