আদিবাসী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে পাবনা জেলার সরকারি কর্মকর্তাদের সাথে নাগরিক সংগঠণের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাওলে পাবনা ঝলক মহিলা সংস্থা কার্যালয়ে বেসরকারি সংগঠণ মানবমুক্তি সংস্থা এই সভার আয়োজন করে। এ
মএমএস’র চেয়ারম্যান ও বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আঃ রব মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,যুব উন্নয়ন অধিদপ্তর পাবনার উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান।
কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক সাইফুল ইসলাম,জেলা কৃষি প্রকৌশলী সুমন চন্দ্র কুন্ডু,শহর সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন,মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারি কর্মকর্তা জালাল উদ্দিন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,এমএমএসের প্রজেক্ট ফোকাল মোশারফ হোসেন,নাসরিন পারভীন প্রমুখ।