সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেলা এগারোটায় জেলা লিগ্যাল এইড কমিটি এবং সচেতন এর যৌথ আয়োজনে সরকারী খরচে আইনগত সহায়তা প্রদানে প্রাতিষ্ঠানিক গণশুনানী বিষয়ক এক অনুষ্ঠান হয়েছে ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম । এ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী, পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান মোঃ আল আমিন সরকার, সচেতন এর ফিল্ড অফিসার শাহীনুর হোসেন প্রমুখ। এর বাস্তবায়নে ডেমোক্রেসি ইণ্টারন্যাশনাল।