সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে স্থাপিত রোদ্ধা উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে আজ বিকাল ৪ ঘটিকায় তাল বীজ রোপন করা হয়। রোদ্ধার সভাপতি সহ সকল সদস্যবৃন্দ মিলে প্রায় ৩ কিলোমিটার রাস্তায় তাল বীজ রোপন করে। নওগাঁ বাজার হতে প্রতাপ রাস্তা, নওগাঁ বাজার হতে পরৌহালি রাস্তার দুই পাশ দিয়ে তাল বীজ রোপন করে। রোদ্ধার সভাপতি সান খন্দকার জানান, আমরা সকল প্রকার সামাজিক ও পরিবেশ বান্ধব কাজ করে যাবার চেষ্টা করে যাবো। তিনি আরো বলেন, আমাদের রোদ্ধা উন্মুক্ত পাঠাগারে বই পড়া, মুক্ত আলোচনা,পত্রিকা পড়ার সুযোগ রয়েছে।