নাটোরের গুরুদাসপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ প্রতিবাদ্য বিষয়ের ওপর আলোকপাত করে প্রধান অতিথি আব্দুল কুদ্দুস বলেন, শুধু আইন দিয়ে কন্যা শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে বন্ধ করা যাবেনা। এ ব্যাপারে পিতামাতা ও নিকট আত্মীয়দের সচেতন ও সোচ্চার হতে হবে।